এই যে আকাশ আমার দিকে কেন তাকাস অমন করে,
আমার তো ভাই বাইরে যাবার নেইতো উপায় বন্দী ঘরে।
আমার এখন নেইতো সময় পড়ার চাপে হাত পা বাধা,
একটু পরে বেতটা নিয়ে আসতে পারেন বড় দাদা।
তবু আমি পড়ার ফাঁকে আলতো করে জানলা খুলে,
তোমায় দেখি, তোমায় নিয়ে স্বপ্ন আঁকি মনের ভুলে।
স্বপ্নে ভাবি কখন আমি ডানা মেলে উড়াল দেবো্,
কখন তোমার গায়ের চাদর জড়িয়ে নীলের পরশ নেবো।
মেঘের ডানায় উড়িয়ে যাবো তোমার পানে সংগোপনে,
অবাক হয়ে দেখবো তোমার রূপের বাহার মুগ্ধ মনে।
তোমার বুকে সাদা কালো মেঘের ভেলা করছে খেলা,
তুমি আমায় সঙ্গে নেবে? দেখতে দেবে তারার মেলা?
তোমার মাথায় হাজার বোঝা তবুও ঠাঁই দাঁড়িয়ে থাকো,
কেমন করে স্নেহের ডোরে সবকিছুকে আগলে রাখো?
এই যে আকাশ অনেক কথাই হলো তবে আজকে রাখি,
কাল সকালে ইস্কুল আছে পড়ার আছে অনেক বাকি।