আমি দেখিনি হিমালয়
দেখিনি পর্বত-শৃঙ্গ,
আমি দেখিনি গোধুলী বিকেলে
অস্ত যেতে সূর্য ।


আমি দেখিনি সমুদ্র
দেখিনি ঝর্না-ধাঁরা,
আমি দেখিনি মাথার উপর ঝুলতে থাকা
শত-লক্ষাধিক তাঁরা।


আমি দেখিনি ভোরের আলো
দেখিনি পূর্ণিমার চাঁদ,
আমার জন্য সবই ছিলো
অন্ধকার-কালো আমাবস্যার রাত ।


আমি দেখিনি রঙধনুর রঙ
দেখিনি নর্দান লাইট,
শুনেছি শুধুই গল্প আমি
দুনিয়া কতোই না সুন্দর !


আমি দেখিনি মানুষের বিষাদগ্রস্থ চোখ
বুঝিনি কারো জ্বালা,
তাই অশ্রু-শীতল চোখে দেখেছি শুধু
সবার চলে যাওয়া ।


আমি দেখিনি আমার মায়ের মুখ
কভু হাঁসিতে-মাখা উজ্জল ।
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবু ভালোবেসেছি নির্ভয় ।