রুচিশীল পোশাকে শহুরে ছাপ,
কোমলতায় পুণ্য নিষ্পাপ সুন্দর মন ।
শান্ত কিন্তু ধারালো মুখশ্রী,
আড়ষ্টতায় ভরা তারুণ্যের চাহনি,
অবচেতন কিংবা হয়তো চেতনায়,
তোমার প্রতিচ্ছবি ।


আলোর সাথে অন্ধকার যেমন,
আশার মধ্যে ভয় ।
পোড়া গ্রীষ্ম আর বিষন্ন বর্ষা,
তোমার রূপের খুদার মতো চিরসত্য ।


বিষন্ন হৃদয় আর নিজের মধ্যে আমি,
চিরচেনা হাস্যজ্জল তুমি;
আর তোমার এক মুহূর্ত সময় ।
চিরন্তন তুমি।