আশ্রয় নিয়েছিলে বটবৃক্ষ ভেবে
কোনো এক ঝড়ো রাতে ।
দিয়েছিলে প্রশ্রয় জড়তা ফেলে,
খুলেছিলে সব দার আপনমনে ।


গোধূলির আলো-আঁধারে কৃষ্ণচূড়া দেখে,
উন্মাদ পথিককে অপূর্ণ রেখে,
পথ খুঁজে নিলে পূর্ণতা নিয়ে,
নতুন সূর্য দেখবে বলে ।


আজও বর্তমান ডুবে মরীচিকায়!!!
যেখানে অতীত হারিয়েছে বর্তমানের ঐশর্যে ।