আলোকোজ্জ্বল প্রভাতের সূর্য হয়ে,
মনের অন্ধকার কর বিদূরিত ধীরে ।
অথবা দিগন্তের নীল নিয়ে,
হও উদিত হৃদয়ের পটভূমিতে ।


সূর্যোদয় থেকে মধ্যন্ন আলোক তীব্রতা ক্রমে,
করো নিমজ্জিত নিজেকে নিশীথ রাত্রির আগমনে ।
বৃথা অপচয় নয়তো এই সময়,
এ যে নতুন জীবনের ঊষালগ্নের সূচনায় ।