পাতা ভরে লিখিনি কতদিন!!
শুকনো পাতা হয়ে ঝরে যায় কবিতার পাতাগুলো।
কবিতার খরায় আক্রান্ত মনের আসক্তি তবু কাটে না।
বন্ধ্যাত্ব ঘুচিয়ে জেগে ওঠার দৃপ্ত প্রয়াসে,
মন কভু- আশা ছাড়ে না।


কবিতাটা আমি লিখিনা কতদিন!!
মনের পবিত্রতা হারিয়েছি যেদিন;
অভিশপ্ত আমার হাত স্তব্ধ সেদিন থেকেই।
মসজিদ ভাঙ্গা হাতে আর যাই হোক-
সৃষ্টি হয় না; এটুকু বুঝেছি আমি।


খালি পাতাগুলো হলদেটে বরণ ধরেছে!
সৃষ্টিকর্তার দৃষ্টি তবু কাড়তে পারছে না পাপী কবি।
খরার তীব্রতায় তৃষ্ণার্ত হৃদয় তোমার করুণা প্রার্থী।
অসাড় হাতে আবার নাজিল হবে নতুন প্রচ্ছবি,
প্রত্যাশী কবি- সে আশায় বেঁচে থাকি।।