মলিন


জীবনের রঙটা মলিন।।
রঙচটা জুতোর মতই একদিকে ক্ষয়ে যাওয়া মন।
জীবনের আয়নাতে নিজেরে দেখি,
আর বারংবার প্রশ্ন করি-
'আবেগের খাঁদটা কোথায়?'
চেনা মুখ কেন অপরিচিত লাগে?
কোনটা মুখোশ, আর কোনটা মায়াজালের বেড়া?


সম্পর্ক ছিন্ন করে, কার দিকে হাতটা বাড়াই!
মাঝ পথে নিজেকে হারায়ে বড় একা আমি!
ভালবাসা চাইনা! একটু করুনাই দাও।
বন্ধুত্বের হাতটা বাড়াও!!