তোমাকে ভালোবাসার -আজন্ম পাপ করেছি।।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে, দু'হাত শুধু তোমার পানে বাড়িয়েছি।
তুমি স্রোতের জলেই গা ভাসালে প্রিয়!
আজ দাবী নিয়ে এসেছো, বন্ধুত্বের!!


কালে কালে দিন-রাত্রি গড়েছে বছর!
তোমার স্মৃতি বেড়ে উঠেছে আমার কোলে।
আজ সে স্নেহ বিষদাঁত হয়ে বিঁধে।।
লোকের তিরস্কারে অলংকৃত জীবন!


তবুও তোমাতে ঘৃণা আসেনা জেনো।।
ভালোবাসার হত্যাকারী! খোদা, ক্ষমা করো।।
কালে কালে দিন রাত্রি গড়েছে যুগ!
তোমার ভুবন থেকে বহু দূরে;
তবুও বলতে ইচ্ছে হয়- ভালোবাসি।


বলতে ইচ্ছে হয় "আবেগে জড়িয়ে নিতে পারো না আমায়?"
সেই আগের মতো - আর একটিবার!
তোমার ভুবনে কি ঠাঁই নেই আমাদের স্মৃতির?
পাষাণ বিবর্ণ তুমি; অনুভুতিহীন চাহনি।


তোমাকে একবার দেখতে ইচ্ছা করে।
আমার সময় ফুরিয়ে যায়; তোমার অহমিকা কভু ফুরোয় না।
ভালোবাসার আজন্ম পাপে দগ্ধ চোখ, শুধু তোমার প্রতীক্ষায়।
তোমাকে আলিঙ্গনে পূর্ণতা পেতে চায়।।


ও বলে খোদা নেই!!
খোদা না থাকলে আমার অপ্রাপ্তির বিচার করবে কোন আদালত?
আমার চিত্ত সুখের শেষনিঃশ্বাসও কি কেড়ে নিবে?
সবই তো তোমার! নিলেই নাহলে কেড়ে।
তবু তোমাতে ঘৃণা আসেনা প্রিয়!


অসমাপ্ত প্রেমের সমাপ্তি কি তবে মৃত্যু?
লৌকিকতার ভয়ে, আমাদের স্বীকারে তুমি এতটা অসহায়!
বস্তু জগৎ আর ইহ জগতের রব, সত্য কি তবে সামাজিক শৃঙ্খলের রূপ?
আবেগহীন যুক্তিই তাই জিতে যায় বারেবার।
আবেগের দায়- মৃত্যুরে লিখে যায়।।