মরীচিকা জীবন আর ভুবন কাদামাটি।  
অহংকারের দেয়াল, তাতে মানুষ বারোয়ারি।
আটপৌরে জীবনটা তাসের ঘরে ঠাসা;
কল্পনা, আর বাস্তবতার সত্যে দিশেহারা।


সব পেয়েছি, পাইনি শুধু- তোমার বিক্ষেপ।
পথহারা পথিকের- জীবন আক্ষেপ।
এক ঝলকে দেখবো বলে অন্তর আত্মার খোঁজ!
বোবার আর্তনাদ- রাত্রি করে ভোর।


একটা ভুলের শেষ সীমানায়, হাজার পাপের বোঝা;
এক তোমারি ঘৃণা-ভরে, আমৃত্যু সাজা!
হাজার ভিড়ে মন পায়রা একাকী পিঞ্জর।
বোধ অনলে ওষ্ঠাপ্রান- বোবা সিঞ্জর!