প্রবল শীতে কাঁপছে দুস্থ হাত;
আগুনের তাপ ঠাণ্ডা!
হঠাৎ! মিনিবাস থামে, ছবি তোলার হিড়িক!
শীতবস্ত্র বিলাও? নাকি, "আর্তমানবতার বিকিকিনি!"
উপহাস করো? নাকি, "বিষয়ের খোঁজে রাস্তায়?"
উপজীব্য- গরিব, বৃদ্ধা, শিশু?
দু'বস্তা পুরোনো কাপড়ে- নতুন দু'শো ছবি!
আর অগণিত বোধহীন সামাজিক-প্রতিক্রিয়া!
একটু দাড়াও! তোমাকে আমি দেখতে চাই।
যারা বলে, "শীতার্তদের পাশে দাঁড়ান;"  
তাদের ছবি আমি তুলতে চাই!
একি প্রচার, নাকি উৎসাহ?
দয়া করে কেউ বলুন- আমিই "অবোধ-নিকৃষ্ট"।  
এক হাতে দান করে অরেক হাতে সেলফিই- "বোধ"।
                "আমি নির্বোধ!"
আমি নির্বোধ বলছি! উদারতার প্রবাদ গুলো কেউ মুছে দাও।
এ সমাজ আজ উন্নত! মধ্যম আয়ের রাষ্ট্র।।