তুমি সাথে থাকলে- জীবনটা অন্যরকম হতো।
ভাল-খারাপ জানি না‌, পরিতৃপ্তি পেত।
শূন্য-হাত আর কালো-চোখে গ্রাস করে সে অসংখ্যবার।
অসহনীয় স্মৃতি থেকে পালাতেই, ভালো থাকার অহর্নিশ প্রয়াস।


তুমি সাথে থাকলে- দূরত্ব পেরিয়ে পালাতে হতো না নিজ ছায়ার।
যে ছায়াতে পড়ে না তোমার চুম্বন-
সে নিষ্প্রভ আলোর নিচে জ্বালা করে প্রাণ!
তাই আমি নতুন সূর্য খুজি প্রতি রাতে।
নতুন আলোর খোঁজে বুক বাধি প্রতি প্রভাতে!


নির্ভরতার শিখর থেকে ধাক্কা দেয়া জল্লাদ আমি-
মন কাঁদে, তবু হাত কাঁপে না।
প্রান অনলে দাহ দেখতে খারাপ লাগে, পরিতাপ আসে,
কিন্তু- উদ্ধারের বাসনা জাগে না!


তুমি সাথে থাকলে- হয়তো হতো অনেক কিছুই;
অথবা দিন শেষে বিবাগি- ঘর পালিয়ে রাস্তায়!!
বেঁচে থাকার ভাষা হারিয়েও তাই, আশা বাঁচিয়ে রাখে।
নতুন করে তোমাকে আবিষ্কারের নেশায়-
হাজার এর ভিড়ে শুধু তোমার মুখশ্রী!!