যত সুন্দার হায় বোঝা বড় দায়
কেন সে মধুর লাগে -
কখন কে হায়
কার কাছে যায়
সুন্দার ভিখ মাঘে ।
ফুল সুন্দার পাখি - পাতা - জল
আকাশের নীল - নিশি তারা ঝলমল -
বাতাসের শীতলতা - হাওয়া চৈতি হাওয়া -
হলুদের রঙ মেখে গায় ধানের শিশের ঢেউ
কিবা অঘ্রানে সুদূর পানে পাখি উরে যাওয়া
ছাতল বিলে সাপ্লার ফুল , পাল তু