দুই বছর একমাস আগে জহির খান'
বাংলা কবিতার ঘরে আসিয়া ছিলো,
একমাস নিয়মিত কবিতা লিখিয়া-
হঠাৎ করে দুই বছর তিনি হারাইয়া গিয়া ছিলো।


অতপর তিনি দুই বছরপর আবার
কবিতার আসরে আগমন করিলো,
কিন্তু ততদিনে তাহাকে সবাই
ময়লা ভাবিয়া ডাসবিনে ফ্যালাইয়া দিলো।


বাংলা কবিতার ঘরে ফিরিয়া
তাহার মন খারাপ হইয়া গেলো,
ময়লা ভাবিয়া তাহাকে কেনো সবাই
ডাসবিনে ফ্যালাইয়া দিলো।


কবিতার আসরে কবিতা লেখিয়া সে-
নিজেকে ধন্য ভাবিয়া ছিলো,
সব শেসে আবার বিদায় নিবে
কবি নিরবে ভাবিতে লাগিলো!


কবিকে সবাই ক্ষমার নজরে দেখিও-
ভালো লাগলে কবিকে সবাই সালাম জানিও।