নরম তুলতুলে শিমুল তুলার কোল বালিশ তুমি,
কতো রাত-বিরাতের হয়ে ছিলে মোর সঙ্গিনী।


প্রিয়তমার চেয়েও অধিক সময় পাশে থেকে ছিলে মোর তুমি-
কি বিশুদ্ধ মমতায় আমায় জমাট করে বেধে রেখে ছিলে…


যা কখনো প্রিয়তমা আমায় পারেনি দিতে-
তুমি এসেই ফিরেয়ে দিলে সে ঘুম নিদারুণ আস্থার অর্জনে,
দেহের সাথে লেপ্টে পিষ্ঠে জড়িয়ে রেখে।


দেহের মাঝে জরিয়ে রেখে কি মায়ায় তুমি জড়ালে-
তোমার সেই মমতার ঘুম আজ আর আমায় কে পড়াবে।


নরম দেহের গরম ছোয়ায় আমায় কেনো পোড়ালে-
দেহের মাঝে জড়িয়ে ধরে কোল বালিশ আমায় বানালে।