আমি গণ্ডমূর্খ-খ্যাত কবি
আমি অশিক্ষিত টাইপের নষ্ট কবি,
সবকিছু জেনে শুনে আমায় কি
তোর সংজ্ঞে নিবি?


আমি বোকা সোকা লাজুক কবি
মনে আকি শুধু তোরই ছবি,
মন ভাবে তুই কি আমার হবি!


আমি দিশেহারা পাগল কবি
তোরই ভাবনায় জগত ঘুড়ি,
আমি ভবঘুরে প্রেমিক কবি-
আমায় কি সত্যি করে তোর সংজ্ঞে নিবি!


কর্ম আমার দক্ষ নাই,
কর্মফলে জিরো ভাই-
সাধুবেশে আমি তোরই গান গাই, আমি গণ্ডমুর্খ-খ্যাত তাই!


সব কিছু জেনে শুনে-মেনে নিয়ে,
আমায় কি তোর সংজ্ঞে নেয়া যায়।