যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে
দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি
আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো
না তোমায় অকারণে পীড়া দিতে..!


অভিমান, পিছুটান সব যেতে ভুলে,
মন খারাপির গল্পও তখন বুনতো সুরে সুরে,
ভালবাসাসির অবুঝ লেখনি টুকু
লিখা দিতাম হৃদয়ের গুধোলিতে,
আমি বেঁচে আছে মন খারাপিতে,
তুমি ফিরে এসো এখনি সাড়াতে,
বলো তুমি কোথায়, কোন বা পাড়াতে,
দেখা হবে তোমার সণে হৃদয়ে আড়ালে।


কতটা ভালবাসি বলি নিতো কখনো তখন,
তুমি ফিরে এসো কাছাকাছি আবার
তুমি বড্ড প্রয়োজন এখন,