অপেক্ষায় পথ চেয়ে আছি,
প্রভাতের উদিত রবি মেঘে ঢাকা অন্ধকারে
পৃথিবী,নিস্তব্ধ নগরী,
আমি অচেনা পথে যাত্রী;অপেক্ষায় বসে আছি;
ভালোবাসা প্রনয় তার প্রেমে অন্ধ হ্রদয়
অপেক্ষায় আর কত সময়,
বয়সের সন্ধি দিনে দিনে কাঁধে ওজনের ভার
জীবনের স্রোতে ছলিত স্বপ্নের ঢল
মরা নদীর ঘোলাটে জল।


প্রেম-প্রেমিকর হাত
কত বার ধরে ও প্রতারিত রাত,
শূন্যতে-পূর্ণতার অভাবে মৌন প্রভাব
প্রভাবিত জীবন পন্ড মনে হয়,
সময় কাঠি জুয়ার জকি-
শুকনো মৌসুমে হাঁটু জলে নদী,
প্রেম-প্রনয়ে প্রেম নয়,
স্বাদ;কে পেলো?
কাঁদা মাটির গন্ধ শরীরে -
ধুপে দগ্ধ দেহ,
শীলা বৃষ্টিতে চাষী বনুনে ক্ষেতি
ফসলের মৌসুমে জমিদার নিয়ে যায় কেটে
ফসলি জমি,
শূন্যতেই পূর্ণ শূন্য থালা হাতে বর্গা চাষি।


ইচ্ছে -পাওয়া -আশা চির-অম্লান
পথ চলিতে ক্লান্তির গ্লান
বিষন্ন বধনে বটের ছায়ার মেষ পালকের রাখালি গান,
চলার পথে জীবন চলে যান্ত্রিক ভাবে
হাত ঘড়ি  টিকটিক শব্দে
অথবা
কয়লার ইঞ্জিনের  বিকট কন্ঠে,
মানুষ অপেক্ষায় থাকে
মা অপেক্ষায় পুত্র ঘরে ফেরার
প্রেমিক-প্রেমিকার!