আমি শিল্পী হতে চেয়ে ছিলাম,তুলির আঁচরে আঁকতে চেয়েছিলাম বাংলা মায়ের ছবি,
বাংলার পথ ঘাট আর বতর্মান দৃশ্যপট,বিলে-ঝিলে ফুটন্ত শাপলা,পদ্ম ফুলের ছবি,
আঁকতে ছেয়েছিলাম এক ঝাঁক সাদা বক আর
গোধুলী বিকেলে এক রাখালের ছবি,
আমি রঙ তুলি হাতে নিয়ে আর্ট পেপার টা খুঁজি,
মনের ক্যানভাসে হঠাৎ ভেঁসে উঠে সমাজের প্রতিছবি,
আজ চারিদিকে দেখি,
ধর্ুধষ ডাকাত,খুনি,সুদখোর,ঘুষখোর আর ভন্ড ফকির,পুজারী,
পত্রিকার পাতা উল্টালে দেখি,ধর্ষিত বিধবা,কলেজ ছাত্রীর আজহারি,সমাজের মাথা মোটা রাজনীতিবিদের নীতি,মন্ত্রী পুত্রের মাতলামী।।


আমি কবি হতে চেয়েছিলাম , কবিতায় লিখতে চেয়েছিলাম সোনার বাংলা রূপের রাণী,
বাংলার শস্য শ্যামল,দিনমজুর,কৃষকের আত্মজীবনী,শীতের ভোরের গ্রাম বাংলার কাহিনী,
আমি কলম হাতে নিয়ে ডায়রী টা খুঁজি,
আজ আমার চারপাশে মৃতু্যর আর্তনাদে কম্পিত ধরণী,ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু,অসহায় মা জননী, মিছিল সমাবেশে পুলিশের গুলি, চলন্ত বাসে পেট্রল বোমার আগুনে ফুলকি,
আর হাসপাতালের বার্ণ ইউনিটে নিরিহ মানুষের বাঁচার আকুতি।।


আমি নেতা হতে চেয়েছিলাম, চেয়েছিলাম ফিরিয়ে আনিতে সুষ্ঠ ধারার রাজনীতি,
পাড়া-মহল্লা আর শহরে চেয়েছিলাম গড়ব পাঠাগার,কর্মসংস্থান হবে সৃষ্টি বেকার যুবকের চাকরী-বাকরী,
কিন্তু অসৎ এর মাঝে সত্যের কলকাঠি নিমজ্জিত ঘন আমবশ্যার রাত্রি,ঐ শুনা যায় মঞ্চে নেতার মিথ্যা প্রতিশ্রুতি ।।


আমি যেমনি আছি,সমাজ বদলাতে চেয়ে আছি একটি সোনালী ভোরের,অপেক্ষায় আছি আগামী দিনের, আর প্রহর গুনছি জয়নুল আবেদীনের,কবি নজরুল ইসলামের,জিয়াউর রহমানের মত একজন দেশ প্রেমিকের,আমি অপেক্ষায় আছি, জাতীর ক্রান্তিকালে উত্তাল সমুদ্রের দিক নির্দেশক  আগমনী মাঝির।।
  
         সাংবাদিক,কবি,ব্লগার
               ২৩/০১/২০১৫
             সময় ভোর ৩:৪৬