তুমি কোথায় আছ বাবা মেঘ!তোমার কি মনে আছে?
তোমার সাথে কথা হত,খেলা হত পুতুল খেলা,
তোমার উষ্টে চুমু খেতাম অষ্টপ্রহর বেলা অবেলা,
ভুলে গেলে নাকি বয়সের ছলে,
নীরব দহনে জ্বলি তব ক্ষনে,


মেঘ আহ!
আজ আমি তোমায় দেখি হয়ে আকাশের তাঁরা,
পাশে আরেকটি তাঁরা হয়ে আছেন তোমার বাবা,
মেঘ,কত রজনী কেঁদে ভাসিয়েছ বুক,
ঝড়েছে আঁঁখিদ্বয়ে বারি দ্বারা
তোমার কন্দনে কেঁদেছে যামীনি,কেঁপেছে ধরণী,
ন্যায়ের তরণী মিথ্যার আবরণে হয়েছে সলিল সমাধি,
বাহ! এই ছিল বুঝি তোমার পাওয়া।।


মেঘ,আজ থেকে এক যুগ পরে
তুমি যখন সাবালক হবে,তোমার সাথে হবে কথা,
রাতের আঁধারে একান্ত গোপনে স্বপ্ন লোকে বলবো আমাদের হত্যার ইতিকথা,
বাবা তুমি ভোলনা, শুনছ আমার কথা?
তোমার বাবা ছিলেন নির্ভিক কলম সৈনিক
পাশাপাশি তারই হাত ধরে আমার চলা।।


মেঘ,এক রাত, হানা দিল সন্ত্রাসী,খুনি রাক্ষসেরা
তারপর, আমাদের প্রাণহীন দেহের ছবি ছাপালো বাংলার দৈনিক পত্রিকা।।


বিদ্র: সাংবাদিক সাগর,রুনি স্বরণে।।