আজ হতে বছর দশেক পূর্বে
মাঘের কনকনে শীতের সন্ধা-রাতে,
তোমার সাথে কথা বলা আর শ্রবনে অভিলাষে
অপেক্ষায় প্রহর গুনেছি আলাপনির দোকানে।।


দেহের ভিতর ক্ষুদ্র মাংস পিণ্ডে
বিবেকে ধংষনে শংকিত মন দ্বিধা কম্পনে,
অন্তর খন্ডিত হয় বিরলে, অজানা ভয়ে,
লুকায়িত প্রেমর পরিনাম কি যে
লোক সমাজে এখনো আমরা আঠার এর নীচে,
জানি না এমন কেন হয় গতিময় ভূ-মণ্ডলে।।


চাওয়া-পাওয়া,স্বপ্ন-স্বাধ ছিলো মনে,
তা নিভৃতে চিতার অনলে পুড়ে
শ্বশান হয়েছে গত বছর দশেক আগে,
স্বাধ বিলুপ্ত মনে
বিরহে স্পন্দিত প্রেম নির্যাসে,
অন্তরের ক্ষুরধার নদী বহে,
জানি না কেন এমন হয় গতিময় জীবনে।।


আজ আমি ইউরোপে,মাঘের চেয়ে শিতল হিল্লোলে,
হুমায়ূনের হিমু সেজে ঘুরি পথে প্রান্তরে,
ফিরে আসিব কোন এক ভোরে
আশায় দিন গুনি,আসিব হয়ত কফিনে ।।