তোমার চোখে বর্ষা ছিলো,
তুমি কেঁদেছিলে,
তোমার অভিযোগ,প্রশ্নের মুখমুখি,
স্বার্থপর আমি,আমার চোখ দিয়ে জল গড়ায়নি ঠিকই,
বুকের মাঝে ছিলো উত্তাল সিন্ধু নদী,
তোমার দু:খ,যন্ত্রণার নিশ্বাসের ধ্বনি
অবলোকন করেছি,
কঠিন বাস্তবতার কারাগারে বিবেক বন্দি
আমি অহরহ পুড়িয়েছি,
পুড়েছে আমার বিবেক,মনন,দগ্ধ অন্তরযামী।।


তোমার চোখে ঘুম ছিলো না,তুমি নিদ্রায় যাওনি
তাই প্রশ্ন তুলেছ আজি,সুখ নিদ্রায় বিভূর আমি,
আমি যে নিদ্রায় যাওয়া সেদিনই ভুলে গেছি,
হৃদয়ের আকাশের সুর্য, যে দিন পশ্চিমে অস্ত যায়নি।।