যদি এমন হতো
মিছে মিছি লোক মুখে রটে যেতো,
আমি নেই
নিথর হয়ে গেছে আমার দেহ,
আমায় চিরনিদ্রায় শুইয়ে দেয়া হয়েছে,
আর কখনো
প্রিয়তমা আসিব না নিয়ে
যত সব এলোমেলো প্রশ্ন।।


তখন হয়তো
তোমার আকাশে কালো মেঘে ঢেকে যতো
কাল বৈশাখী ঝড়ে
তোমার যতো সব স্বপ্ন উড়িয়ে নিতো,
তোমার দু-চোখের জলে
হতো বর্ষা কিংবা মহাসমুদ্র,
দুখের প্লাবনে
তোমার কোমল অন্তর হত খন্ডিত।।


যদি এমন হতো
সত্যি আমার দেহ নিথর হয়ে যেতো,
প্রিয়তমা তুমি ফিরে এসে দেখে যেও
আমাকে নয়....
তোমার ছোট্র খুকুমনি,
অতএব তাকে তুমি নিয়ে যেও।।