আকাশ-পৃথিবীর দুরত্ব
লক্ষ-কোটি আলোকবর্ষ,
তার চেয়ও আরো বেশি দুরত্ব
সৃষ্ট হবে আমাদের মাঝে হয়তো,
আমাদের প্রেম/ভালোবাসার গ্রহ,নক্ষত্র
কষে কষে পড়বে হবে বিচ্ছিন্ন-
সময় যখন ছুঁটে যাবে অন্যত্র
গতি পথ অসময়ে কারারূদ্ধ,
তোমার,আমার-ভালবাসার ছায়াপথ-নীহারিকা
সহসা কুহেলিকায় পূর্ণ,
একদিন হয়তো...
কোন সুদুরে ভূ-মন্ডল হতে মধ্যে অভ্র
ভাসমান অ্যরিয়েল হবে চুর্ণ-বিচুর্ণ
নক্ষত্র আর গ্রহ-ঘর্ষণে-দায়ভাগী নক্ষত্র।