চাঁদ ডুবে গেলো ভোর হবে
পাখির তানে জেগে উঠবে প্রিয়া তুমি,
তোমারই আঙ্গিনার এক পাশে
একটি মাত্র গোলাপ তাকেও তুলে নেবে তুমি,
ফুলদানিতে গাঁথিবে এ তোমার প্রেম জানি।


সময় পেরিয়ে গেলো-কতটা দিন,মাস আর বছর,
যুগের ভাসমান খেলায়,কত যে ভাসিলো বহর
চৈত্রের খড়ায় শুকালো কত নদীর অধ,
মাঠ-ঘাট আর পথিকের কন্ঠ-
পিপাসায় শুকিয়ে হলো কাঠ,
তারপরও আষাঢ়ের আগমন
অপেক্ষায় উৎফুল্ল ছাতকের মন।


সেই দিনটির কথা মনে পরে-যে দিন আমি শুকিয়ে গিয়েছিলাম,
পাঁপড়ি গুলা ঝরে গিয়ে ছিলো-
মাঘের আমের বনে;আমি এক ঝড়ানো মুকুলের মতো,
পঁচে-গলে মৃত্তিকার হলাম রূপান্তরিত,
অদ্ভুত প্রেম-স্বার্থের ভালোবাসা
কালের পরিক্রমায় বাঁধা পড়েছিলো
কোন এক রূপকথার গল্পের
মালিকায় তাহদির ছলাকলায়।


আমার সেই অপগত দিনগুলোর মাঝে-
ছিলো না যে হেমন্ত-ছিলো না বসন্ত,
আমি ছিলাম ঐ দিনগুলোর মাঝখানে
ভালো করে দেখিনি প্রিয়া তারে,
গোমটার আড়ালে-নববধুর মুখ নয়নে নয়ন ফেলে,
ভালোবেসেছি কতখানি তা এই বিশাল আকাশের সীমানা ছড়িয়ে-পড়েছে
হয়তো বা মঙ্গল গ্রহ আর অপার পৃথিবীর
মাঝে,
বৃথা কথা হয়েছে শত-এভাবে দিন হলো গত।


সময়ের সাথে ভেসেছে উঠেছে
তার আবছা-ছায়ার মতো নিস্তব্ধ মূর্তি
মনে হয় কথা বলবে-
কিন্তু ছায়া- আলোর মধ্যে;
দেয়াল
দেয়ালেই আজ বন্ধী;সে আর তার প্রেম।