পৃথিবীকে ভুলে যেতে হবে আমায়-
চলে যাবো আমি অন্ধকারে
আমার দেহের উপরে বাঁশ আর কলাপাতার আচ্ছাদনে
ঘুমিয়ে রবো আমি সারে তিন হাত মাটির গর্তে,
আমার পাশে সারি সারি কবর-পার্থিব জগতের নশ্বর ভবে,
আসিবে না তুমি আসিবে না কেহ দেখিতে-
তবু ও শুয়ে রবো আমি জারুলের ছায়ার নিচে।


লতা পাতা আর ঘাস আমার বুকের উপর বাসা বাঁধিতে-
ব্যস্ত ইঁদুর গুলো গর্ত খুঁড়িতে
সর্পরা দংশনে আমার দেহ ভালোবেসে-
অম্বর হতে ঝরিতেছে বারি মুখের উপর নিসাড়ে,
ঘুমিয়ে থাকি আমি আমার কুটিরে-নির্জনে
আবার যখন জাগি-দেখি নতুন কোন নিশ্প্যাণ সে ও শুয়ে আছে,
জাগতিক কোন মুখ ভ্রমে এদিকে নাই আসে-
তবু আমি ভালোবাসি-
আমার আশে পাশের-
নীল অপরাজিতা সে আমায় ভালোবাসে।।