কেমন আছ প্রিয়তমা?
কোথায়?.......দিনের সময় টুকু ব্যস্ততায় কেটে যায়,
বুকের ভিতের হৃদপিন্ডের ধ্বনি-
অবসর-বিনোদন সময়ের স্বল্পতার মম দাহন
জীবন চলার পথে অবিরাম বয়ে যাওয়া সেন নদীর জল খলখল।
চারিদিকে ফেইসবুকে মানুষের বিচরণ-
সেলফিতে ব্যস্ত তরুন যুগল,
কত বছর অন্ত হলো-আর কতদিন বাকি-
তোমার কাছে পৌঁছাতে দেরী আমার চিঠি,
নদীর কিনারে বসে ভাবি,স্রোতের টানে
মন মাঝি তরী খানা উজানে টানি-
গুন টেনে টেনে ক্লান্ত অন্তরযামী।