পশ্চিম গগনে যখন সূর্য টা ধারণ করে রক্তিম বরণ,
অন্ধকার ঘরে মাঝ রাতে বাতায়নের ফাঁক দিয়ে
ছুটে আসা জোৎস্নার বিচরণ,
অত্যন্ত ঐ সময়ের বিবরণ-
তোমার  পাশে ছিলো আমার আয়োজন,


অত:পর,সময় নিরন্তর
এক দিন তোমার চলে যাওয়া ঘরে ফেরা বন্দী সৈনিকের মত,তখন-
তোমার অন্তরে জ্বলে ছিলো ধাবমান দহন,
আঁখিদ্ধয়ে আষাঢ়ের জলপ্লাবন
স্বপ্ন গুলো ঝরে ছিলো-
বৈশাখী বষর্ণে ঝরে পড়া আমের মুকুলের মত।