দূর আকাশ পানে মেঘমালা
ঘনকালো করে ছেয়ে আছে
অদ্ভুত ,বড় অদ্ভুত এখানে খরা
তীব্র তাঁপ ,আলো ঘিরে ধরেছে আমায় !
তাই চাইছি একটু বৃষ্টি
এক ফোঁটা জল ।


এই বুঝি ঐ মেঘের ডাক
ক্ষনে ক্ষনে শুনি ,এটা ভ্রান্তি
তীক্ষ্ন সূর্য রশ্নি ,পুড়িয়ে চলছে দিবারাত
তাই চাই বৃষ্টি
এক পশলা বৃষ্টি ।


চারদিকে ধূ ধূ খাঁ খাঁ বালির মাঠ
প্রজ্জলিত রোদের তাপ
গলা শুকিয়ে কাঠ ,একটু জল ..
অন্তর আত্নার আত্নি !
হে প্রভু দাও বৃষ্টি !
ঝম ঝম বৃষ্টি ।


নেই কোন কোন দিক নিশানা
অদ্ভুত রুক্ষ আর ছায়াহীন মাঠ
একলা পথিক ,হেটে চলেছি অজানায়
তীব্র তাপ পাথর দেয়ালের  মত পথে আগলেছে ,
সেটা গুড়িয়ে দিতে চাই ,
তাই চাই একটু বৃষ্টি
অজর ধারার বৃষ্টি !