তারা সুখ দুঃখের পাখি
তারা, গভির আঁধার পার করা কোন মিটমিটে এক আলো
তাদের দুইজনের এক আখি
তাদের, একটা কেবল হৃদয় খানা গভীর বাসে ভালো।
ওরা দুইখানা চাঁদ রাতে
ওরা, শ্বেত ভোমরার ফুল বাগে দুই রঙিন প্রজা-পতি
ওদের দুইটি রবি প্রাতে
ওদের, দুইটি হাতে আলোকমালা সদায় ছড়ায় জ্যোতি!


তারা দুইজনাতে দুই হয়ে রোজ দুইজনাতে এক
রূপকথা আজ ম্লান হল তাই তাদের তরেই দেখ।