কালো নিরব প্রাণ
জাবির আল মাহমুদ


যান্ত্রিক নগরীর কুৎসিত আলোর ঘ্রাণ,
সৃষ্টি করেছে এক কালো নিরব প্রাণ।
অযান্ত্রিক মায়ার হারানো আলোক বাঁধন,
অজান্তেই সরে গেছে হতে মোর জীবন!
সরিয়ে নিয়েছে ঐ ঘাতক পাকের সমান।
শত দর্শন করেছে আধার রাত্রির মতন,
অদ্ভুত আকাশে নায়কো ভালোর যতন!
এসবই বোধহয় যান্ত্রিক নগরীর জ্বালাতন।


বল, কি করে থাকিবো উত্তম সারাক্ষণ?
যদি নাহি থাকে স্রষ্টার গায়করূপ গুণ।
অনুভবে কি ভালো হইবে নিজের প্রাণ?
বরং শুনি পাছের লোকের হিংস্র জবান।
হাহ! অচেনায় নাকি হারাবে স্ব-আলোক গান।


জন্মান্ধ হইয়াছি আমি; আকাশ মেঘলায় পূর্ণ,
এসবের প্রধানতম আধার অভিশপ্ত কারণ-
বাস্তব নিয়মে করিছি যান্ত্রিক নগরে জন্ম গ্রহণ।।