অন্তিম বিশ্বাস
জাবির আল মাহমুদ


সমানের সুর যখন হলো বেমানান,
দুজনেতো তীব্র ক্রোধে ছিলাম আপন।
বাধায় বাধায় ছিলো ক্রোধ যথোচিত-অযথায়,
সবটা জুড়ে হলো তোমার হাজারো ভয়।


সব ক্রোধ ছিলো তোমার অভ্যাসের কারণ,
কত কথায় কত করণ করিয়াছিলুম বারণ;
এক এক করে করিলে তো সমস্ত যতন,
করিলেনা এতটুকুই শুধু ভালোবাসার মতন।


সর্বশ্রেষ্ঠা করিতেই মোর সমস্ত ক্রোধ,
সবটুকুই ছিলো যে আত্মিক দৃঢ় বাঁধ।
বুঝলেনা তবুও তুমি বলিয়াছিলুম বারিবার,
শুধুই শুনাতে অচেনা ছাড়িয়া ফিরিতে আবার।
পার্থক্য বুঝিয়াছো এতেই স্বার্থক!
তবে ব্যর্থ সমস্তে!!
জেগে আছে এ জনম সীমার স্বপ্নটুক-
সর্বশেষ কথার ভরসা আর বিশ্বাসে॥