ভুলের ঠিকানা
জাবির আল মাহমুদ


1.
লিখেলিখে রূপ আর মায়ার ঝলক-করিছি পার;
স্বপ্নবিলাসী মনের জনক, খুজিছি এধারওধার;
দেখিয়াছি কত বার, খুজিয়াছি কত রাত আর কত অজানা পাড়!
পাইনি কোথাও তারে আমি হাজার রকমের পরেও,
তবে সে মোরে নিয়া চিন্তিত নাহি হয়তো!
অনেক তীরেই পাখি নামিতে দেখিয়াছি,
তবে কেনো এ তীরে নামেনি কোনো পাখি?
তবে হয়তো কালো ছায়া পড়িবে এধারে!
তবেই বলে হয়তো আসে না সে এ হৃদয়ে।
ঘুচিবে একদিন কালো মায়া আর আধার,
আসিবে সে একদিন স্বপ্নবিলাসী এপার,
করি যে স্মরণ আমি ইহাই তবে বারবার।।


2.
হয়তো এইবার পাইয়াছি তার দর্শন!
লিখিতে লিখিতে অনেক মায়ার বাঁধন,
হইয়াছে সেতো মোর পরম আপন!
দেখিয়াছি তাহার ঝলক আর অজানা মায়া,
আজ ধন্য মনে আছি গো আমি পাইয়া তোমারি ছায়া!
জিজ্ঞেস করিলুম, থাকিবে কি আজীবন তুমি হিয়া?
উত্তরে যে মোর প্রশান্তির ঝলক তুমি বুঝিলা।
আপন আপন বলি গাহিছো তুমি কত অজানা গান!
তুমি যে মোর আগামী জনম; ভাবনায় তাহা সর্বক্ষণ।
যখনি শুনিলাম তোমার ঐ মধুর-মিষ্টিমাখা কন্ঠ,
ভাবিয়াছি ইহাই তবে হয়কো শ্রেষ্ঠ সুরের যন্ত্র!
বলিয়াছ এইবার খুজিয়া লইতে তোমারে-
হাজারো অচেনা অজানার সীমাহীন ভিড়ে!!


3.
মোর প্রেমের সফল ধারায় খুজিঁয়াছি তোমারে;
সঙ্গে মোর পরম প্রিয় লইয়া গেছি আমি যে।
দেখিয়া তোমার রূপের ঝলক চুপটি মেরে ছিলাম রে,
পাশে বসি আলোর ঝলক জ্বলিছিলো অন্তরে,
পরম প্রিয়'র কথা বলা চলছিলো অবিরত যে।
শেষ প্রান্তে আসিয়া আমি উঠিলাম তবে,
চলছি দুজন একই সাথে প্রীতিই তো হবে!
নামল তীব্র ধারার এক ঝলক মায়ার বৃষ্টি,
এইবার ছাড়ছে নাকো মোর নজর তোমার দৃষ্টি।
ভিজতে ভিজতে হাটছি আমি তোমার সাথী হয়ে,
চেনা অচেনা ভুলে গেছি তোমার প্রীতির জয়ে।
রাখি তোমার আপন ভুবনে, আসিলুম তবে ফিরে।।


4.
আসিয়া আমি লিখিয়াছি কত আলোক রূপের গান,
দিয়াছি তোমারে আমার আপন পৃথিবীর আহ্বান।
বলিয়াছি সব কথা আর সুরের মেলা শুধুই  তোমার জন্য,
তুমি এসে মোর এ প্রাণ করিছো আলোয় ধন্য।
পরম প্রিয়'র কত গুণ শুনিলাম তোমারি লিখায়,
প্রশান্তি লাগিলো এই প্রীতি আর ভালোবাসায়।
দিন দিন চললো প্রীতির নানানরকম আশা,
সর্বসময় ভাবনায় যে মোর তোমারি প্রতি ভাষা,
তোমারি ছাড়া পাইনা খুজিঁ আর কোনো ভরসা,
মন মাজারে দিয়াছি গভীরতম সবটুকু ভালোবাসা।।


5.
সপ্তাহব্যাপী তোমারি প্রীতির গান গাহিয়াছি কত,
সপ্তাহের শেষে দেখা আবার প্রীতি খেলার যত,
সঙ্গে আবার পরম প্রিয় ছিলো অতীত মত।
তবে তার এইবার আসা মোর পরম প্রিয়'র আহ্বানে,
বুঝেনি সে হয়তো তাহা অতি মায়ার টানে।
আমার হইয়া কত গুন গাহিয়াছে পরম প্রিয় একলা,
সবই ছিলো অতীত দ্বারা গড়া এক রীতির খেলা,
ইহাই ছিলো তোমার পরীক্ষার সবচেয়ে বড় একবেলা!
বুঝোনি তুমি এই ছলনা ভেবেও সারাবেলা,
ভাবিয়াছিলা সবই ছিলো পরম প্রিয়'র বলা!
পা দিয়াছো মোর গড়া এক আধার ফাঁদে,
প্রমাণিত হইলো তাহা বেলা শেষে রাতে।।


6.
স্বপ্নিল আলোর ধারায় তুমি দিয়াছো কত আহ্বান!
বুঝোনি তুমি এটাই তো এক বড় ভুলের গান!
ভাবিয়া ভাবিয়া সর্ব ব্যথা, হইলুম আমি কাতর,
যান্ত্রিক বিছানায় রইয়াও আমি ভাবিয়াছি ছলনা তোমার!
পরম প্রিয়'র দ্বারা তবুও দিয়াছি তোমারি প্রিয়,
পরম প্রিয়'র বলা গান শুনিয়া কইলা তার কী হয়?
চায়নি সে জবাব দিতে হঠাৎ করেই প্রিয় ব্যথা তাহার,
এক এক করে জবাব দিবে তোমার ছলনা ছিলো যাহা!
তাইতো সে আগ্রহী হইলো অযথার্থ প্রীতির মায়ায়,
আধার ছায়ায় কাদাঁবে তোমায় তাহার ছলনায়।।


7.
প্রিয়'র এক এক দেখায় ছিলো রমরমা কতো মুহূর্ত,
এক দেখায় ছিলো এক অজানা কালো আর্ত!
বলিয়াছো তুমি আমায় তাহার অশুভ সুরের মায়া,
জানিয়াও তবু জিজ্ঞাস করিলুম কোথায় পেলে তার ছায়া?
বলিলা মিথ্যে আর নিয়াছো কত ছলনার আশ্রয়,
ভাবোনি একবারও আমার প্রীতির শত প্রশ্রয়।
বলিয়াছিলুম আমিই তারে বাসিতে ভালো তোমায়,
কারণটা তো চাহিনা আমি তোমায় দেখতে কালো আলোয়।
যখনি শুনিলাম আমি সবটাই পরম প্রিয়'র ছলনা,
শুধুই প্রিয়'র ব্যথার জবাব দেয়ার এক ধারণা!
আমি বলিলুম পারিবো না সহিতে তাহার কালো মেঘ,
বন্ধ করিতে চাহিলাম আমি পরম প্রিয়'র সকল জেদ।
এইবার হয়তো পারিলুম বুঝাইতে হাজার মায়ার ছলে,
পরম প্রিয় তবুও যে মোর ব্যথা বুঝাইলো তার জলে।।


8.
আমি সার্থক, তবে মনে হয় পরম প্রিয়রে পাইয়া,
ক'জনের হয়রে আমার পরম প্রিয়'র মত মায়া?
আমিও পারি পরম প্রিয়'র জন্য করিতে সর্ব সাধন,
পরম প্রিয়ও বলিয়াছে একই সত্যি সুরের যতন।
যতই দেখা হইয়াছে পরম প্রিয়'র সাথে তোমারি,
সবকিছুই হইয়াছে যে মোর কথার ইঙ্গিতেই!
লিখার সকল উত্তর আর বাণী দিয়াছি আমি,
সকল উত্তর আর মায়ার বানী ছিলো তোমার প্রতি,
বুঝতেও পারোনি আমিই ছিলাম স্বপ্নিল আলোর অধি!
কি করে ভাবিলা তুমি সে করিবে বিশ্বাসঘাতকতা?
সে যে আমার পরম প্রিয়, আমার জীবন্ত আত্মা।
তাহার হইয়াও পূর্বে অনেক রমণী করেছে অনেক চেষ্টা,
হইয়াছে ব্যর্থ তাদের ছলনাময়ী প্রীতির সকল আশা।
পরম প্রিয় বিদায় করেছে সকল রমণীর প্রীতি,
আমার আর পরম প্রিয়'র দূরত্ব বৃদ্ধির চেষ্টাই তাদের ভ্রান্তি!
তবে কি করে ভাবিলা তুমি ভাঙ্গিবা মোদের এই বন্ধন?
তবে শোন হে- পারিবেনা কেহ ভাঙ্গিতে এ বন্ধন,
থাকিতে মোদের জীবন।।


9.
এতো ছলনা, এতোটা কালো মেঘের ছোঁয়া পাইনি এ জীবনে,
একদিন আসিবে তোমারও এমন কালো ঘনঘটা বাস্তবে।
ইহা নয়কো তোমার প্রতি মোর ঘৃণ্য অভিশাপ,
রাখিবে স্মরণ ইহাই তবে অন্যকে দেয়া ব্যথার পাপ।
তোমারে হারানোর ভয় ছিলো একটা সময়  বারবার,
তবে আজ করিনা ভয় আর তোমাকে হারাবার!
এইবার তোমারে মুক্তি দিলাম তোমার সুখের জন্যে,
সুখ খুজে নাও মুক্ত আকাশে, হাজার তীরের প্রান্তে।
তবুও আমি বলিবো রে পাগলী আছো মোর গহীনে,
ভুলিতে পারিবোনা তোমারে এই ক্ষুদ্র জীবনে!!