এই শহরে ডাস্টবিনগুলো শূন্য রয়।
অথচ আবর্জনার স্তূপ


                    রাস্তার পাশে-


ছোটছোট টিলার মতো
বিচ্ছিরি দৃশ্য, পঁচে দুর্গন্ধ বেরোয়!


কালো চশমায় বন্দী থাকে দুই চোখ,  
দুর্গন্ধ উপশমে
                নাগরিকদের
মুখোশ পড়ার প্র চ ল ন লক্ষ্যনীয়;


এখানে যারা পরিষ্কারক,
শহরের যত্রতত্র আবর্জনা পরিষ্কার করবেন ?
তারা সাদা ধুতি পাঞ্জাবী পরিধান করে
আমোদ-প্রমোদে মগ্ন,ভুলে গিয়ে নিজ ক্ষরণীয়!


সুতরাং আ ব র্জ না র শহরে
সাদা ধুতি- পাঞ্জাবি পরিধান
ওদের পাকপাবিত্রতার বাহ্যিক প্রদর্শন বটে !

                              
-----------