.


  শুনেছি আজ, ভেঙেছে লাজ
      চন্দ্রমা সেজেছে বউ,
  আমার মনে, কেন অকারণে
      উঠেছে স্মৃতির ঢেউ!


  ছেড়ে যাবে না, ভুলবে-ও না
     এমন কতকি উঠেপড়ে,
সে কি তাহলে, সবি গেছে ভুলে
       চলে যাচ্ছে বহুদূরে!


  কোন ঠিকানা, কোন অজানা
       কোনসে সেই শহর,
   স্ত্রী চন্দ্রমা, ‘মামুন’ তার বর
       আজ রাত্তিরে বাসর!


  সঙ্গম দু'জনার, নতুন সংসার
       শুরু মধুর আলিঙ্গন,
  বোবা চিৎকার, বুকে হাহাকার
     বাঁধন ছিড়ে নতুন বন্ধন!


  নব- ভুবনে, ভাল থেকো দুজনে
      প্রার্থনা করি প্রতিক্ষণ,
   বিদায় চন্দ্রমা, ভাগ্যবান মামুন—


    সুখের হোক দাম্পত্য জীবন!



--------------------------