চলে গেলে তবু যাওনি তো দূরে
আছি দু'জন একই শহরে,
দূর আকাশের বুকে তাঁরাগুলো কাছাকাছি
তবু যে আলোকবর্ষ দূরে!


হয় নাকো দেখা আর তারপরে
যেন রাতে মেঘের-কফিনে লুকালো চাঁদ;


দেখা পাই যদি এই আশায়—
দাড়িয়ে থাকি একাকী রাস্তায়,


সকাল-দুপুর- গোধূলিবেলায়
কিংবা রাত্রির অন্ধকার শহরে


তুমি শুনতে কি পাও আমার আর্তনাদ?


----------------------



.


চড়ুইপাখি কাঁদছে


বাবুইপাখি টি ব্যস্ত হলো বাসা বাঁধতে।
আর ওদিকে—
চড়ুইপাখি টি নাকাল ডেকে ডেকে!


ব্যস্ত বাবুইপাখি কি আর তাকাবে চড়ুইয়ের দিকে?


সেই বিকালে সঙ্গী হয়ে
উড়েছিলো রঙিন ডানা মেলে।
আর আজ চড়ুইপাখি টি মায়ায় কাঁদছে
বাবুইপাখি তুই পাষাণ হলে?


হায়রে অসহায় চড়ুই!


বাবুইপাখি টি পাষাণ হয়েছে তাই
চড়ুইপাখি টি কাঁদছে!


--------