মান্দারিন হাসটা
জলের গভীরে এখন জলপরী


                          পাখিটির দু'টি ডানা আছে বলে
                          খেলছে উড়াউড়ি


সুতা ছেড়া রঙিন ঘুড়িটি
উড়ে উড়ে দূরে অদৃশ্য


                      তার চোখে পুরো পৃথিবী বিরানভূমি
                      সে এক নিঃস্ব


যে গেছে, শুধু রেখে গেছে তার
বাকহীন এক মূর্তি


                            ঝর্ণা কাঁদে, পাহাড়ের চূড়ায়
                            বরফগুলো বেদনার স্মৃতি


আষাঢ় গেলেও, অনিয়ম—
পানি আসে ভাদ্র মাসে

                           দিনদিন মাটি হচ্ছে একটা মানুষ
                           মাটিরই স্পর্শে !


-----------------