তুমি হারিয়ে গেছো পথ ভুল করে
রাতের অন্ধকারে, বহুদিনের ঠিকানা;
যেমন করে উড়ে উড়ে
হারিয়ে যায় পোষা পাখিরা বনের গভীরে;
হারিয়ে যায় সমুদ্রের একেকটা ঢেউ জনমের মতো
জলে দাগ কেটে,
আকাশের বুক থেকে অভিমানে যেমন করে তাঁরা ঝরে পড়ে;
ঘাসের ডানায় শিশিরবিন্দু যেমন করে চড়ে ভোরের মাঠে, হারায় তারপরে;
তুমি হারিয়ে গেছো আমাকে দুপুরের মাঠে
সেই শূন্য ঘাসের মতো করে!


তারপর, শুধু তারপর জানতে ইচ্ছে করে
দূরত্বের বিরহ কি তোমারে কাঁদায়?
ফিরে এসো চন্দ্রমা;
ফিরে এসো তুমি সেই ভুল পথ ধরে
আমার হৃদয়ের মণিকোঠায়!


------