হাজার বছর বাঁচবে বলে, ঠায় দাঁড়িয়ে আছে ইয়ুগাছ।
মাটি আর শেকড়, খেলা খেলে স্বামী - স্ত্রী;


আর ওদিকে কুড়াল হাতে
কাঠুরিয়া চেয়ে আছে লোভাতুর চোখে...


উনুনের ক্ষুধার্ত পেট,
গাছ তাই হজমকৃত ছাই।


নির্মম বিলুপ্তি— গাছের ছাইটুকুও নাই
বাতাসে উড়ে উড়ে হাওয়াই।


মধু-বাসনায়, হাঁটুগেড়ে, গভীর জঙ্গলে
এবার বলো গাছ, কয়দিন বাঁচলে?


------------------------------