কাঠের বাক্সে গচ্ছিত রাখি খণ্ডিত জীবন—
একদিন আস্ত একটা আমি হবো এই ভুবন।


ভাবি তখন আস্ত জীবন,
আনন্দে দিশেহারা হয় মন।
বুকের ভেতর আস্ত হৃদয়,
নতুন করে সূর্য উদয়।
তারপর মৌনাবলম্বন-
কাঠের বাক্স পুরোটাই খালি মনে হয়।


কিন্তু বাক্সের ভেতর লুকিয়ে থাকা জীবনের খণ্ডিত অংশগুলো যে নীরবে কাঁদে
আমি তা শুনি ঠিকই!


-