শূন্য আকাশের দিকে তাকিয়ে থাকি—
ধূমকেতু দেখবো বলে।

অথচ ছিয়াত্তর বছর আয়ু নিয়ে আমি জন্মাইনি !


আমি শুধু দেখতে পাই
আকাশের বুকথেকে উল্কাদের ঝরেপরা


ভাবি, এতো দ্রুত এরা ঝরে কি করে?


একদিন আমিও উল্কার মতো ছুটে যাবো নিচু বরাবর
আর আমার ঘর্ষণে
শ্মশানে জ্বলে উঠবে চিতার রাক্ষসী-আগুন !



-------------------