সুক্ষ্মভাবে আঠালো সুতোয়
জাল বুনলো ভোরবেলা,
আর সন্ধ্যাবেলা—
জালে আটকে আছে সেই মাকড়সা।


অসহায়ের মতো চেয়ে আছে
টিকটিকির দিকে—


কিন্তু টিকটিকির সময় তখন ‘টিকটিক’ বলার
সে তামাশা দেখবে কেনো ?


কি এক যন্ত্রণায় পাহাড় ধ্বসে পড়ে,
ঝর্ণার অশ্রু গড়িয়ে পড়ে পাথরের উপরে


পাথর কিন্তু পাথরই থাকে।


-------------------------