কে ডাকে ভেতরে-
বুকের ভেতর শুধু ডাকে?


বিরামহীন ডাকে নীরবে
আর আড়ালে থাকে!


হৃদ-স্পন্দন নাকি ক্রন্দন
সেই শব্দের ডাক?


টের পেয়েছি একটুখানি
থাক লুকনো থাক!


------------------



.    বড় বড় চোখ - মুখ তার গোল
           দেখেছি ক্লাস সিক্সে।


     ছিলো সে পুতুল - মাটির পুতুল
          আমার কাঠের বাক্সে !


    পুতুলের বিয়ে হলো বহুদিন হলো
    বহুদিন পরে— তারে দেখা গেলো,


  সেতো ভালোই সংসার করতে শিখছে!




.


তুমি আর ‘বনলতা’
একই কথা
বিশ্বাস হলো চন্দ্রমা ?


শুধালে, ‘জীবনানন্দ তুমি’
শুধাবো, জিম্মি- পড়নি কবিতা?


চলে গেলে তুমি
হলে গো স্মৃতি—        স্মৃতিগুলো রাখি বাঁধা,
ছন্দগুলো এলোমেলো তবু নাম দেই কবিতা।


-