মন তুমি আকাশের রঙ, রংধনু
অথবা ইউক্যালিপটাস গাছ!
কালমেঘে আচ্ছন্ন
আবার সমুদ্র জলরাশির মতো স্বচ্ছ!


তোমার বিশালতায়-
গ্রহ নক্ষত্রের গ্যালাক্সি ধারণ করো।
গতি বেগে আলোকবর্ষ
বৃত্ত হতে চতুর্দিকে ছুটতে পারো।


অদ্ভুত নির্লজ্জ লোভী ও বটে!
সবই চাও, পাওনা তবু চাও
পাবেনা তবু চাও, শুধুই চাও!


তোমাতে বসত করে সুখপাখি
আবার বিষাদ ও ঘুমায়।


তুমি মুক্তবিহঙ্গ, গন্ধহীন, বর্ণহীন
তোমারে চিনে কে?


-----------------