.
      মরে গেছি আমি ছেড়ে গেছি ভুবন
             দেখি নু রাতের স্বপনে!
      হাউমাউ করে চোখের জল ঝরে
            ধারে বসে কাঁদে স্বজনে।


      চারিপাশি এসে ডাকনা দিলো লাশে
                 পাক-পবিত্র বসনে,
      তারাহুরো করে ক'জনে মোরে ধরে
              করিলো উত্তর ছিনানে।


      গোসল দিবে মোরে বড়ইপাতা নীরে
               জ্বাল দিতেছে উনুনে,
  শুয়াইবে সোজা করে সাড়ে তিন হাত ঘরে
            দু'জন গেলো কবর খননে।


       শেষ গোসল দিয়ে কাফনে মুড়িয়ে
           পাল্কী চড়ে নিল গোরস্থানে,
   জানাজা পড়িয়া তবে দোয়া করিয়া সবে
             কবরে রাখিলো যতনে।


     উপরে বাঁশের পাটি তার উপরে মাটি
            দিল শতো জন-স্বজনে,
        মাটি চারে চার শুধুই অন্ধকার
     হায়রে কত আলো দেখিলাম ভুবনে!!


       হঠাৎ এসে হাজির মুনকিরনাকির
               আমার দু বাম-ডানে,
        ওদের তিন প্রশ্নে পড়ি মহাবিপদে
     শেষে বাঁচিলাম শয়ন-স্বপন ভাঙনে!!


             ________