তোমায় প্রথম-ই যখন দেখেছি
বুকে পুষেছি গোপনে গোপনে।
ভালবেসেছি মনে-প্রাণে সঙ্গোপনে।
ভালোবাসার পাহাড় গড়েছিল বুকে
অথচ তোমাকে বলিনি
শুধুই নির্বাক কেঁদেছি ধুঁকে ধুঁকে।


তারপর একদিন তুমি জানলে
এ বুকে ভালোবাসার পাহাড়
তখন তুমি আমার, আমিও তোমার!
তাহলে কেনই বা আবার
আমাকে একা করে বিদায় নিলে?


চন্দ্রমা, একদিন এসে দেখে যেও—
ভালোবাসার-পাহাড় ফেড়ে সৃষ্টি হয়েছে একটা ঝর্ণা।


আর সেই ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে
উষ্ণ-জলের একটা নদী-ও!


--------------------------