জমিতে ফলায় কষ্টের ফসল, দেহ-ঘামে জমির সেচ


আর ওদিকে ধানের শীষ কেটে কেটে গর্তে জমায় ইঁদুর।
ধানগুলি খেয়ে খেয়ে রেখে দেয় কঙ্কাল-শীষ!


উড়ে-উড়ে এসে, ধানের শীষে বসে
ধান খায় ধানচড়ুইয়ের দল।
খেয়ে খেয়ে ঠোঁটে করে নেয় বাসায়।


কৃষকের পাকা হিসেব, ধান ভরে উঠবে উগারের গলায়।
অথচ শেষে কয়েকটিমাত্র ধান পরে রয় উগারের তলায়।


আহারে কষ্ট, কষ্টের ফসল না পেলে যে কি কষ্ট
এই কষ্ট কি বুঝে ইতর প্রাণী গুলো?


ওরা গর্তে বসে, বাসায় বসে
অন্যের ফলানো ফসল খেতে পারে শুধু!


---------------