বিষাদ- মনের বিনাশ ঘটে প্রকৃতি দর্শনে
আচমকাই প্রফুল্ল মন বিশুদ্ধ পবনে।
দিবা-রাত্রি নীড়ে বন্দি মরিচা ধরে মনে
মনের মরিচা মুছন হবে মাতিলে প্রকৃতির সনে।
প্রকৃতিতে প্রকৃত সুখ বৃক্ষ-লতা বুনে
প্রকৃতি-বনে লক্ষী থাকে বলে গো সর্বজনে!
প্রকৃতি হলো মুক্ত-মেলা বিদ্যমান বিজনে
সুখের গানে হাল ধরো দ্বিধা-দ্বন্দহীন মনে।
ভিন্ন ব্যাধি ভর করে জনবহুল দূষণে
বিজন প্রকৃতিতে সুখ জাগে পক্ষীর সু-কুজনে।


যেথায় গেলে সুখের বিকাশ স্বাস্থ্যেরও উন্নতি
দাওয়াই হিসেবে সৃজিলো স্রষ্টা সবুজাভ প্রকৃতি।


                                  


--------------