জলের পিঠে সাঁতার কাটতে গিয়ে পুঁটিমাছ
আটকা পড়লো বক- শিকারীর ঠোঁটে


চুম্বনে- চুম্বনে, বকের জিব থেকে সমস্ত স্বাদ
বেরিয়ে গেলে, তিতিয়ে যাওয়া পুঁটিমাছ
নিথর হয়ে পড়ে রইলো পবিত্রজলে...
এখন তার সমস্ত শরীরে
আঁইশের মতো জড়িয়ে আছে শুধু অপবিত্রতা


একদিন হয়তো এই অপবিত্রতা মিটিয়ে দিতে
অবলা মাছটি নিজেকে ফাঁস লাগাবে
কোনো এক কারেন্টের জালে–
কিংবা বঁড়শিসহ গিলে নিবে বিষাক্ত টোপ;


তবুও কোনোদিন সরপুঁটিরা
ভেঙে দিতে পারলো না বকেদের ঠোঁট !


----------------------------------