জীবন্ত সূর্যটা ক্রমশ মরে মরে
পৃথিবীর পশ্চিমা শ্মশান-ঘাটে
পোড়ে - পোড়ে যখন ছারখার;
তখনই নেমে আসে নিঝুম রাত
বুকে নিয়ে বিষাদ-অন্ধকার।


আকাশের বুকে জেগে উঠে ঘুমন্ত তাঁরারা-
আর জ্বলে মিটমিট করে,
দু'একটা আবার অভিমানে খসে পড়ে
স্তব্ধ মাঠ-ঘাসের উপরে।


তখন শোনা যায় সঙ্গিনীর খুঁজে
বাজপাখির নীরব আর্তনাদ।
আর সূর্যের হাহাকার- অভিশাপে
আগুনে জ্বলতে থাকে চাঁদ!