পাকা রাস্তার মতো গড়িয়ে গেছে বেহুদা জীবন
ক্রমশ খাঁড়া বেয়ে নেমে যাচ্ছে ঢালে....
অকালবার্ধক্যে ফুরাচ্ছে ধূসর যৌবন
আগুনে খেলা করে হৃদয়ের উন্দালে


পাথরের ব্লক খসে যাচ্ছে অনর্গল—
অবচেতন ভেঙে যাচ্ছে রাস্তার কার্নিশ;
বেদনা ট্রাম-বাসের মতো অহর্নিশ
চাপা দিয়ে যায় প্রতিটি মুহূর্ত
কখনোবা তীব্র ধাক্কায়– ভেদ করে আস্তরণ
উপড়ে ওঠে ভেতরের কঙ্ক্রীট
ছুটন্ত গাড়ির বেগে হৃদয়ের রক্ত ক্ষরণ
ক্রস করে আয়ুর লিমিট; ঘূর্ণন চাকতির মতো
পাল্টে যাচ্ছে সময় আর অবস্থান
মাইলফলক বলে দেয়
আরেকটু এগোলেই পৌঁছে যাবো গুরুস্থান


-------------------------------